বাংলাদেশ থেকে ফিলিপাইন ট্যুরিস্ট ভিসার আবেদন করতে নিচের ধাপ গুলো অনুসরন করুন: অথবা আমাদের সহযোগীতা নিতে পারেন। দেশ থেকে বা দেশের বাইরে থেকেও আবেদন করা এখন খুবই সহজ! আমরা অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন যত্ন সহকারে প্রক্রিয়া করি। আমাদের টিমে রয়েছেন বাস্তবে বিভিন্ন দেশ ভ্রমণকারী, যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে।
ধাপ ১: প্রথমে Philippine Embassy, Dhaka-তে একটি ইমেইল করতে হবে —
ইমেইল ঠিকানা: dhakape.visaconcerns@gmail.com
এই ইমেইলে ভিসার জন্য আগ্রহ প্রকাশ করলে, দূতাবাস থেকে একটি রিপ্লাই ইমেইল পাঠানো হবে যেখানে থাকবে:
Application Form (PDF)
ডকুমেন্টের তালিকা
এবং Google Form-এর লিংক
ধাপ ২: Application Form পূরণ করে স্বাক্ষর করে scan করে PDF করে নিতে হবে।
গুগল ফরমের লিঙ্কে গিয়ে Filled-up করা Application Form and Passport কপি আপলোড করে Submit করতে হবে।
ধাপ ৩: Google Form এ Submit করা ই-মেইলে দূতাবাস থেকে একটি ই-মেইল আসবে যেখানে উল্লেখ থাকবে:
অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময়। নির্দিষ্ট তারিখে দূতাবাসে উপস্থিত হতে হবে।
ধাপ ৪:অ্যাপয়েন্টমেন্ট তারিখ অনুযায়ী Philippine Embassy, Dhaka-তে গিয়ে সব ডকুমেন্টের হার্ড কপি জমা দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ:
1। Passport Bio page photocopy
2। Cover later
3। Bank Statement
4। Travel Itinerary (৫-৭ দিবস দেওয়া উত্তম)
5। Hotel Booking Copy
6। AIR Ticket Booking Copy
7। NOC/Business Tread License (English Notarized)
ভিসা ফি ক্যাশে প্রদান করতে হবে:
Normal processing fee: ৫,০০০ টাকা (৩-৭ কার্যদিবস)
Emergency processing fee: ৬,২০০ টাকা (১-৩ কার্যদিবস)
ধাপ ৫: ভিসা প্রসেস শেষ হলে দূতাবাস থেকে ফোন কল করে আপনাকে পাসপোর্ট সংগ্রহের তারিখ জানিয়ে দেওয়া হবে।
দ্রষ্টব্য:
সব ডকুমেন্ট সঠিক ও সত্য হতে হবে।
ভিসা অফিসার প্রয়োজনে ইন্টারভিউর জন্য ডাকতে পারেন।
সাধারণত ভিসা প্রসেসিং টাইম: ৫–১০ কর্মদিবস।


Recent Comments