গ্লোবাল ট্যুর: পর্তুগাল অভিবাসীদের স্বর্গরাজ্য হিসেবে খ্যতি অর্জন করেছে। পর্তুগালের স্থানীয় একটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, করোনা মহামারির মধ্যেই ২০২১ সালে ১ লাখ ৯ হাজার বিদেশি নাগরিক বৈধতা পেয়েছেন (রেসিডেন্ট কার্ড পেয়েছেন)। পর্তুগালে ২০২০ সালে অভিবাসীর সংখ্যা ছিল ৬ লাখ ৬২ হাজার ৯৫ জন। পর্তুগালে বর্তমানে প্রায় ৭ লাখ ৭১ হাজার অভিবাসী বৈধভাবে বসবাস করছেন, যা অভিবাসী বসবাসের সংখ্যার দিক দিয়ে রেকর্ড।
তাছাড়া পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা মনে করেন, ইউরোপের অন্যান্য দেশে যেখানে অভিবাসীদের বিষয়ে কঠোর নীতি অনুসরণ করে, সেখানে পর্তুগাল অবৈধ অভিবাসীদের জন্য সহজতম শর্তে বৈধ হওয়ার প্রক্রিয়া চালু রেখেছে, যা অনেক সৌভাগ্যের বিষয়।
অভিবাসীবান্ধব হওয়ায় দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ কাজের সন্ধানে যায় কিংবা যেতে চায়। তবে সঠিক নিয়ম না জানার কারণে হেনস্থার স্বীকার হন অনেকেই। তাই দেশটিতে যাওয়ার আগে অবশ্যই জেনে নিতে হবে কোন উপায়ে ভিসার জন্য আবেদন করবেন।
পর্তুগালের জব সিকার ভিসা আবেদন করার জন্য যা যা লাগবে:
১. ভিসা আবেদনপত্র পূরণ করা এবং আবেদনকারী দ্বারা স্বাক্ষর করা। পর্তুগালের সরকারি ওয়েব সাইটে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট পূরণ করা।
২. পাসপোর্ট
৩. ৩ কপি ছবি
৪. পর্তুগালের বাসস্থানের চুক্তি পত্র
৫. স্বাস্থ্য বীমা
৬. রিটার্ন সহ এয়ার টিকেট বুকিং
৭. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
কারা আবেদন করতে পারবেন:
১. বয়স ১৮ থেকে ৪০
২. মিনিমাম একটি কাজের উপর অভিজ্ঞ হতে হবে
আপনি এই শর্তগুলো পূরণ করতে পারলে ভিসা পেতে পারেন। আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও আবেদন করা এখন খুবই সহজ! আমরা অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন যত্ন সহকারে প্রক্রিয়া করি। আমাদের টিমে রয়েছেন বাস্তবে বিভিন্ন দেশ ভ্রমণকারী, যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও রয়েছে ইনভাইটেশন অথবা স্পনসর করার মত লোক।

Recent Comments