গ্লোবাল পয়েন্ট বিডি:পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মহাদেশ ইউরোপ। সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা ইউরো। আপনিও চাইলে আমাদের সেবা নিয়ে দৃষ্টিনন্দন এই মহাদেশে ঘুরে আসতে পারবেন। এই পোস্টে আমরা কম খরচে ইউরোপ যাওয়ার উপায় নিয়ে আলোচনা করব।আপনিও চাইলে আমাদের সেবা নিয়ে দৃষ্টিনন্দন এই দেশে ঘুরে আসতে পারবেন।যোগাযোগ:+88-01903-845418।

কিভাবে ইউরোপ ভ্রমণ করবেন:
ইউরোপ ঘুরে দেখার সবচেয়ে সহজ উপায় হলো শেনজেন টুরিস্ট ভিসা। এই ভিসা দিয়ে ইউরোপের শেনজেন ভুক্ত ২৭টি দেশে ৯০দিন পর্যন্ত অবস্থান করা যায়। একটি ভিসায় (ফ্রান্স, ইটালী, পর্তুগাল, স্পেন, র্জামানী, সুইডেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, পোলান্ড, গ্রীস, মাল্টা, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ¯েøাভাকিয়া, পোল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, এস্তোনিয়া, অষ্ট্রিয়া, হাঙ্গেরি, লুক্সেমবার্গ, চেক প্রজাতন্ত্র, লিচেনষ্টাইন, ক্রোয়েশিয়া, লাটভিয়া ও লিথুনিয়া) এছাড়াও শেনজেন এরিয়ার বাহিরে ইউরোপের আরো ১৩টি দেশ ভ্রমণের সুযোগ থাকে। আপনি নিজে নিজে এ কাজটি করতে পারেন। অথবা আমাদের অভিজ্ঞ টিমের মাধ্যমে রেডি করে আপনার ফাইলটি ভিসার জন্য এম্বাসীতে জমা দিতে পারেন। আমাদের টিমে রয়েছেন বাস্তবে বিভিন্ন দেশ ভ্রমণকারী, যাদের এ বিষয় অভিজ্ঞতা রয়েছে। এছাড়া রয়েছে ইনভাইটেশন অথবা স্পনসর করার মত লোক।

শেনজেন ভিসার জন্য কি কি লাগবে:
১.৬মাস মেয়াদসহ পাসপোর্ট (৩পাতা খালি)
২.আবেদন ফর্ম
৩.সদ্য তোলা ছবি (৩৫*৪৫মিমি) তিন কপি
৪.ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সী সার্টিফিকেট।
৫.রিটার্ন বিমান টিকেট
৬.ট্রাবেল ইন্সুরেন্স (৩০ হাজার ইউরো কাভারেজ থাকতে হবে)
৭.হোটেল বুকিং
৮.ইনভাইটেশন
৯.ভ্রমণ পরিকল্পনার বর্ণনা
১০.ইউরোপ ভ্রমণ করার সামর্থ্য আছে এমন প্রমানপত্র।
১১.টিআইএন
##ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত যা দেখাতে হবে:
১.ট্রেড লাইসেন্সের কপি
২.প্রতিষ্ঠানের ৬মাসের ব্যাংক স্টেটমেন্ট
৩.প্রতিষ্ঠানের টিআইএন কপি এবং রিটার্ন কপি ৩বছরের
৪.ভিজিটিং কার্ড
##চাকুরিজীবিদের জন্য অতিরিক্ত যা দেখাতে হবে:
১.জব লেটার
২.ছুটি লেটার ও এনওসি
৩.ভিজিটিং কার্ড
৪.আইডি কার্ড
##অবসরপ্রাপ্তদের জন্য অতিরিক্ত যা দেখাতে হবে:
১.ছয় মাসের পেনশন স্টেটমেন্ট
##শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত যা দেখাতে হবে:
১.আইডি কার্ড
২.ছুটি লেটার ও এনওসি
৩.অভিবাবকের সম্মতিপত্র (অপ্রাপ্ত হলে)