মোহাম্মদ মজনুজ্জামান:
কাজাকিস্তানের নারীরা সব থেকে বেশি ফেমাস। সে দেশের নারীরা নিজেদের ক্ষমতার মাধ্যমে যে কাউকে ঘায়েল করে ফেলতে পারে। এটি মধ্য এশিয়ার এমন একটি দেশ যার কিছু অংশ ইউরোপকেও টাচ করেছে। এটি দুনিয়ার বৃহত্তম স্থলবেষ্টিত দেশ। আজকে আমরা আপনাকে যে দেশটিতে ঘুরতে নিয়ে যাবো এটি দেখতে অনেক বেশী সুন্দর। কিন্তু তার আগে প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করার জন্য। বিশ্বের সবথেকে বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কাজাকিস্তান। এটি বিশ্বের ৯ম বৃহত্তম দেশ। এদেশের সীমানা চার দিক থেকে অন্যান্য দেশের সাথে মিলিত হয়েছে। এদেশের বর্ডার রাশিয়া, চীন, উজবেকিস্তান, কিরগিস্তান এবং তুর্কমিনিস্তানের সাথে রয়েছে। এর জনসংখ্যা প্রায় ১৮.৫১ মিলিয়ন ২০১৯ সালের হিসাব অনুযায়ী। দেশটি জনসংখ্যার দিক থেকে ৬৪তম। জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ বেশি। প্রতি স্কয়ার কিলোমিটারে মাত্র ৭জন লোক বসবাস করে। ৫৮ শতাংশ লোক শহরে বাস করে আর ৪২ শতাংশ লোক গ্রামে বাস করে। এদেশ প্রকৃতিক সম্পদে ভরপুর। এখানে রয়েছে প্রচুর পরিমাণে তেল ও গ্যাস। এজন্য মধ্য এশিয়ার সবচেয়ে ধনী দেশ এটি। আর এ কারনে এখানে ১২৫টি দেশের লোকের বসবাস। সর্বপ্রথম স্পেস লং পেসিলিটি তৈরি করা হয়েছিল যা ১৯৫০ সালে। সে সময় কাজাকিস্তান সোভিয়েত ইউনিয়নের অর্ন্তভুক্ত ছিল। কাজাকিস্তানের খুব পরিচিত নাম হচ্ছে নুর-সুলতান নাজরবাইক। তিনি ১৯৯১ সালের স্বাধীনতার পর থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। তার নামানুসারেই নতুন রাজধানীর নামকরন হয়েছে নুর-সুলতান। এটি অনকে সুন্দর একটি রাজধানী। কাজাকিস্তানের মূদ্রার নাম টেঙ্গি। কাজাকিস্তানের মাতৃভাষা কাজাক। তবে অফিসিয়ালী কাজাক ও রাশিয়ান ভাষা ব্যবহৃত হয়।
কাজাকিস্তানের মানুষ ঘোড়ার মাংস খুব পছন্দ করে। ব্রেড হচ্ছে তাদের সাধারণ খাবার। বাংলাদেশ থেকে কাজাকিস্তানে যাওয়ার সরাসরি কোন ফ্লাইট নাই। তবে দিল্লী থেকে ফ্লাইট আছে। দিল্লী থেকে আলমাটি শহরে যেতে পারেন সেক্ষেত্রে বিমান ভাড়া একটু কম পড়বে। আলমাটি কাজাকিস্তানের পুরাতন রাজধানী। কাজাকিস্তানে যাওয়ার জন্য অন্যান্য দেশের মত ট্যুারিস্ট, স্টুডেন্ট, বিজিনেস, ওয়ার্ক পারমিটসহ বিভিন্ন ধরণের ভিসার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে কাজাকিস্তানের এম্বেসী নাই। দিল্লীতে কাজাকিস্তানের এম্বেসী আছে। আপনি চাইলে দিল্লী থেকে কাজাকিস্তানের ভিসা নিতে পারবেন।
আলমাটি: এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখার মত। মন ভরে যাবে এখানে আসার পর এখানকার প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখে। এখানে রয়েছে “পেনতিলক পার্ক” যা বিশ্বের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম। সিমুলাক মাউনটেন্ট জাস্টি কেটিনো থেকে “কেবল কার” দিয়ে এখানে যাওয়া যাবে। “বিগ আলমাটি লেক” অনেক সুন্দর একটি লেক যা দেখার মত। আলমাটি শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। পেনতিলক পার্ক এখানে রয়েছে অনেক মূর্তি। এগুলো স্বাধীনতার স্মৃতি বহন করে। সেন্টাল মার্কেট। এখান থেকে আপনার প্রয়োজনী কেনাকাটা করতে পারেন। এছাড়া আরো রয়েছে- কাজাখ ন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয়. শিম্বুলক, অ্যাসেনশন ক্যাথেড্রাল।
কাজাখ ন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয়: এটি আলমাটিতে ১৯৩০ সালে স্থাপিত হয়। বিশ্বজুড়ে এর খ্যাতি রয়েছে। ইতিমধ্যে Mild Cognitive Impairment (MCI) and World Health Organization (WHO) সনদ লাভ করেছে। এ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেলে মনে হবে এটি India Or Pakistan এ অবস্থিত। কারন এখানে Indian and Pakistani Student ৩০ থেকে ৪০ শতাংশ হবে।
শিম্বুলক : চিম্বুলক নামেও পরিচিত আলমাতির নিকটবর্তী একটি স্কি রিসর্ট। এটি মধ্য এশিয়ার বৃহত্তম স্কি রিসর্ট। এটি জাইলিস্কি আলাতো পর্বতমালার মেদেইউ উপত্যকার উপরের অংশে, সমুদ্রপৃষ্ঠ থেকে ২,২০০ মিটার উচ্চতায় অবস্থিত। রিসর্ট অঞ্চলটি মেডিয়া রোড দ্বারা আলমাতি শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে। এর হালকা জলবায়ু, প্রচুর পরিমাণে রৌদ্রোজ্জ্বল দিন এবং শীতকালে প্রচুর পরিমাণে তুষারপাতের জন্য জনপ্রিয়।
অ্যাসেনশন ক্যাথেড্রাল : জেনকভ ক্যাথেড্রাল নামে পরিচিত, একটি রাশিয়ান অর্থোডক্স ক্যাথেড্রাল যা কাজাখস্তানের আলমাটির প্যানফিলভ পার্কে অবস্থিত। ১৯০৭ সালে সমাপ্ত করা হয়। এর উচ্চতা ৫৬ মিটার দীর্ঘ এবং এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাঠের বিল্ডিং বলে দাবি করা হয়।
সিমকেন্ট: কাজাকিস্তানের দর্শনীয় স্থানের মধ্যে একটি। যা আলমাটি থেকে ৭০০ কিলোমিটার দুরে অবস্থিত। এটি তুর্কিমিনিস্তানের নিকটে। আপনার পরবর্তী ডেসটিনেশন যদি তুর্কিমিনিস্তান হয়ে থাকে তাহলে সিমকেন্টই একমাত্র সহজ উপায়।
নুর-সুলতান সিটি: এটি দেশের উত্তর মধ্যভাগে অবস্থিত। বিভিন্ন অনুসন্ধান উচ্চশিক্ষার স্থান কৃষি চিকিৎসা ইঞ্জিনিয়ারিং এবং নির্মাণের স্থান বলা হয়ে থাকে এই নুর-সুলতানকে। আরো আছে ককটরে মাউনটেন। ককটরে যাওয়ার জন্য আছে কেবল কার।
ট্রেন: ট্রেনে একটু পর পর কাজাক ও রাশিয়ান ভাষায় এনাউন্স করে থাকে। তবে এখানে বড় সমস্যা হচ্ছে সময়। আলমাটিতে টাইম জুন +১ ঘন্টা ধরে চলতে হবে না হয় ট্রেন মিস করবেন।
এক মাসের ভিসা মুক্ত দেশ: যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, কানাডা, চিলি, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেকপ্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, ইসরাায়েল, ইতালি, জাপান, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মাল্টা, মেক্সিকো, মোনাকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সিঙ্গাপুর, স্লোভাকিয়া প্রজাতন্ত্র, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, দক্ষিণ কোরিয়া , সংযুক্ত আরব আমিরাত।
আপনিও চাইলে আমাদের সেবা নিয়ে দৃষ্টিনন্দন এই দেশে ঘুরে আসতে পারবেন।যোগাযোগ: Call/WhatsApp +88-01903-845418। এছাড়াও


Visit Our Social Site:
Recent Comments