মোহাম্মদ মজনুজ্জামান: কিরগিজস্তান মধ্য এশিয়ার পূর্বভাগের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এর পূর্বে গণচীন,পশ্চিমে উজবেকিস্তান,দক্ষিনে তাজিকিস্তান এবং উত্তরে কাজাখস্তান। কিরগিজস্তানকে মধ্য এশিয়ার সুইজারল্যান্ড বলা হয়। সবুজ-শ্যামল ও পাহাড়বেষ্টিত অপরূপ সৌন্দর্যমন্ডিত মুসলিম দেশ কিরগিজস্তান। স্থলবেষ্টিত পাথুরে দেশটিতে কোনো সমুদ্রের দেখা না পেলেও নীরবে বয়ে যায় অসংখ্য পাহাড়ি নদী ও ঝরনাধারা। যা থেকে উৎপাদিত হয় প্রচুর পরিমাণ জলবিদ্যুৎ। এ ছাড়া দেশটিতে রয়েছে তেল, গ্যাস, দস্তা, ইউরেনিয়াম ও সোনার মতো মূল্যবান খনিজ সম্পদ।
১৮শ শতকের শেষের দিকে কিরগিজিস্তান রুশ সা¤্রাজ্যের অন্তর্গত হয়। ১৯২৪ সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায়। ১৯৩৬ সালে দেশটিকে সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয়। ১৯৯১ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। ৩১ আগস্ট কিরগিজস্তানের স্বাধীনতা দিবস। বিশকেক দেশটির রাজধানী। কিরগিজস্তানের মুদ্রার নাম কিরগিজস্তান সোম (কেজিএস)। শহরগুলো হচ্ছে: বিশকেক প্রধান শহর ও রাজধানী, ওশ, জালাল-আবদ এবং কারাকোল। কিরগিজস্তানে তিয়েনমান পর্বতমালা অবস্থিত।
কিরগিজিস্তানের সরকারি ভাষা কিরগিজ। এই ভাষাতে কিরগিজিস্তানের অর্ধেকের বেশি লোক কথা বলেন। এছাড়াও রুশ ভাষা বেশি প্রচলিত। এখানে অন্যান্য ভাষার মধ্যে আছে উজবেক ভাষা, চীনা ভাষা, মঙ্গোলীয় ভাষা ও উইগুর ভাষা।
কিরগিজস্তানি ভিসার জন্য কি কি কাগজপত্র দরকার
১.একটি বৈধ পাসপোট মেয়াদ ছয় মাস থাকতে হবে।
২.দুটি সম্প্রতি তোলা পাসপোট সাইজের ছবি। ৩৪*৪৫ মি মি।
৩.একটি ভিসার আবেদন ফম পুরণসহ।
৪.ভ্রমণ সংক্রান্ত সাপুটিং।
৫.বিমান টিকেট।
৬.ব্যাংক তথ্য।
Visit Our Social Site: Group: https://www.facebook.com/groups/globaltourb Page: https://www.facebook.com/globaltourb
Recent Comments