গ্লোবাল ট্যুার: বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে আয়ারল্যান্ড জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে। উন্নত শিক্ষাব্যবস্থা, তুলনামূলক কম খরচ ও বিভিন্ন সুবিধার কারণে অনেক শিক্ষার্থী দেশটিকে বেছে নিচ্ছেন। আয়ারল্যান্ড সরকার বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে বিনা মূল্যে পড়ার সুযোগ দিচ্ছে।

আয়ারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাবেন। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

স্কলারশিপের সুবিধাসমূহ:
১.টিউশন ফি সম্পূর্ণ মওকুফ
২.বছরে ১০,০০০ ইউরো পর্যন্ত স্কলারশিপ প্রদান
৩.এক বছরের জন্য অর্থায়ন
৪.গবেষণা ব্যয়সহ অন্যান্য সুযোগ-সুবিধা

আবেদনের যোগ্যতা:
১.স্নাতকের জন্য: উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল থাকতে হবে
২.স্নাতকোত্তরের জন্য: স্নাতকে ভালো ফলাফল থাকতে হবে
৩.পিএইচডির জন্য: স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলাফল প্রয়োজন
৪.ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে
৫.সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা থাকতে হবে
৬.ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে
৭.বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত মানদন্ড পূরণ করতে হবে

প্রয়োজনীয় নথিপত্র:
১.সম্পূর্ণ জীবনবৃত্তান্ত
২.একাডেমিক ট্রান্সক্রিপ্ট
৩.রিকমেন্ডেশন লেটার
৪.মোটিভেশন লেটার

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়মাবলি জানতে সরকারি ওয়েবসাইট ভিজিট করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ মার্চ ২০২৫

🌍আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য স্টুডেন্ট ও ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও আবেদন করা এখন খুবই সহজ! আমরা অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন যত্ন সহকারে প্রক্রিয়া করি। আমাদের টিমে রয়েছেন বাস্তবে বিভিন্ন দেশ ভ্রমণকারী, যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও রয়েছে ইনভাইটেশন অথবা স্পনসর করার মত লোক।
🌍 UK, AUSTRALIA, NEW ZEALAND, USA, CANAD, SCHENGEN and EUROPE Student And Visit Visa Processing.
🌍 UAE, QATAR, SAUDI ARABIA, EGYPT, MOROCCO, IRAN, PAKISTAN, Uzbekistan, Singapore, Malaysia, Kazakhstan Visit Visa Processing
যোগাযোগ: Call/WhatsApp/Imo +88-01903-845418
Email:bdtour7@gmail.com
Visit Our Social Site: