বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স রিনিউ। অথবা একই নিয়মে বাকীগুলোও করতে পারবেন।

প্রতিবছর জুনের ৩০ তারিখে আমাদের সবার ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়। জুলাইয়ের ০১ তারিখ থেকে সরকারী বেঁধে দেওয়া সময় পর্যন্ত এই লাইসেন্স রিনিউ করে নিতে হয়। রিনিউ করতে গিয়ে অনেকেই বিভিন্ন সমস্যায় পড়েন অথবা কারো সম্মুখীন হতে হয়। আসুন আজকে জেনে নিই কিভাবে কোন ঝামেলা ছাড়াই আপনার ট্রেড লাইসেন্স আপনি নিজেই রিনিউ করতে পারবেন।

প্রথমত; ট্রেড লাইসেন্স এর DNCC/DSCC পোর্টালের ইমেইল আইডি ও পাসওয়ার্ড আপনার কন্ট্রোলে থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা সহজেই রিকোভার করতে পারবেন। ঢাকা উত্তর সিটি হলে এই লিঙ্কে http://erevenue.dncc.gov.bd/ প্রবেশ করবেন। এরপর Forgot Password এ ক্লিক করে ট্রেড লাইসেন্স এ দেওয়া ইমেইল এড্রেসটা দিবেন। সিটি কর্পোরেশন থেকে আপনার সেই ইমেইলে একটা পাসওয়ার্ড পাঠিয়ে দেবে। সেটা দিয়েই আপনি লগ ইন করে নিতে পারবেন। এরপর ড্যাশবোর্ড পেয়ে যাবেন।

দ্বিতীয়ত; ড্যাশবোর্ডের ডান কর্নারের থ্রি ডট লাইনে ক্লিক করে ট্রেড লাইসেন্স অপশনে চলে যাবেন। সবার শুরুতে “ট্রেড লাইসেন্স নাম্বার যুক্ত করুন” এই অপশনটা পাবেন। সেখানে ক্লিক করে ট্রেড লাইসেন্স নাম্বার দিয়ে মেইলে যাওয়া OTP সাবমিট করে লাইসেন্স যুক্ত করে নিন। এরপর সবার শেষের অপশন “ট্রেড লাইসেন্স প্রিন্ট” এ ক্লিক করুন। সেখান থেকে নতুন/নবায়ন অপশন সিলেক্ট করে অনুসন্ধান করুন। দেখবেন আপনার লাইসেন্সের তথ্য সহ প্রিন্ট এর অপশন চলে আসছে।

এই পর্যন্ত আপনি ঠিকভাবে সফল হলে আপনার লাইসেন্সের এক্সেস পুরোপুরিভাবে আপনার কন্ট্রোলে চলে আসবে।

তৃতীয়ত; লাইসেন্সের নবায়ন ফি দিতে হয় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে। আপনার নিকটস্থ অথবা সিটি কর্পোরেশন অফিসের নিকটস্থ যেকোন ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর দোকানে আপনার ট্রেড লাইসেন্স নিয়ে যান। তারা সেটা দেখে আপনার ফি কত এবং তাদের সার্ভিস চার্জ কত সেটা বলে দিবে। যেমন আমার লাইসেন্স এর রিনিউ, আয় কর ও অন্যান্য খরচ ৮৪১৬ এবং তাদের সার্ভিস ফি ৫০টাকা নিয়ে মোট ৮৪৬৬ টাকা (আইটি)। ডাচ বাংলা এজেন্ট আপনার ট্রেড লাইসেন্স নাম্বারের আন্ডারে DNCC এর Biller ID ও Biller Name এ নরায়ন ফি জমা করে দিবে। এরপর আপনাকে একটা রিসিট দিয়ে দিবে।

চতুর্থত; এবার আপনার DNCC e-revenue পুনরায় লগইন করে “ট্রেড লাইসেন্স প্রিন্ট” এ ক্লিক করুন। সেখান থেকে নবায়ন অপশন সিলেক্ট করে অনুসন্ধান করুন। দেখবেন আপনার লাইসেন্সে নবায়ন হয়ে প্রিন্ট এর অপশন চলে আসছে। সেখান থেকে লাইসেন্স কপি সেভ করে রাখুন। লাইসেন্সের মেইন কপি কিছুদিন পরে সিটি কর্পোরেশন থেকে কুরিয়ারের মাধ্যমে আপনার অফিসের ঠিকানায় পাঠিয়ে দিবে। তা ছাড়া অনলাইন কপি দিয়েই আপনি সব কাজ করতে পারবেন।

নোট: কেউ যদি আইডি পাসওয়ার্ড রিকভার করতে না পারেন তাহলে লাইসেন্স রিনিউ পরিশোধের রিসিট নিয়ে সিটি কর্পোরেশন অফিসে নিয়ে তারাই আপনাকে পোর্টাল থেকে লাইসেন্স প্রিন্ট করে দিবে। পরবর্তীতে আপনার ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে মেইন কপি পাঠিয়ে দিবে।