গ্লোবাল ট্যুর: বর্তমান সময়ে উন্নত জীবনের আশায় মালয়েশিয়া প্রবাসীরা ইউরোপের দেশে পাড়ি জমাতে চায়। এর একটা বড় কারণ ইউরোপের দেশে মালয়েশিয়ার তুলনায় কয়েক গুণ বেশি বেতন পাওয়া যায়।

একারণেই মালয়েশিয়ান প্রবাসীদের কাছে ইউরোপের দেশ ইতালি সবচেয়ে জনপ্রিয় গন্তব্য। জানা গেছে, বেশিরভাগ প্রবাসীরাই স্বপ্ন দেখে থাকেন ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার। তবে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য অবশ্যই আপনাকে জানতে হবে কিভাবে মালয়েশিয়া থেকে ইতালি (ইউরোপ) যেতে হয়।

সেনজেন চুক্তি স্বাক্ষরকারী ২৯টি দেশের মধ্যে ইতালি একটি দেশ। এই দেশে গেলে সেনজেন দেশের সুবিধা পাবেন। উপরোক্ত সুবিধা পেতে হলে আপনাকে মালয়েশিয়া থেকে ইতালি যাওয়ার উপায় জানতে হবে।

যেভাবে সিঙ্গাপুর থেকে ইতালি (ইউরোপ) যেতে পারবেনঃ

সিঙ্গাপুর থেকে চাইলে সরাসরি ইতালিতে যাওয়া যায়। এজন্য বৈধ ভিসার প্রয়োজন। ইতালি এগ্রিকালচার ভিসা এবং ইতালি স্পন্সর ভিসার মাধ্যমে খুব সহজে বৈধভাবে মালয়েশিয়া থেকে ইউরোপের দেশ ইতালিতে পাড়ি জমাতে পারবেন।

তবে এই ভিসাগুলো পাওয়ার জন্য ইতালিতে আপনার পরিচিত লোক থাকা প্রয়োজন। তাহলে খুব সহজে আপনি ইউরোপের ভিসা পেয়ে যাবেন। আপনাকে কোন কোম্পানি বা পরিচিত কোন লোক যদি স্পন্সর করে তাহলে খুব সহজে এবং অল্প টাকা দিয়ে যাওয়া সম্ভব।

এছাড়া আপনি চাইলে টুরিস্ট ভিসা নিয়ে ইতালিতে আসতে পারবেন। ইউরোপের সেনজেন ভিসা পেলে ২৯টি দেশে ভ্রমণ করার সুযোগ পাবেন।

ইউরোপের সেনজেন ভিসা পাওয়ার জন্য আপনাকে ভিসার আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। এরপর আপনাকে ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে জমা দিতে হবে।

এরপর আপনাকে ইউরোপের সেনজেন দেশের নিদৃষ্টি দূতাবাসে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট এর সময় পূরণকৃত আবেদনপত্র এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র দূতাবাসে জমা দিন। সঙ্গে অবশ্যই ভিসা ফি পরিশোধ করবেন। ভিসার অনুমোদন পেলে আপনাকে পাসপোর্ট সহ ডেলিভারি দেওয়া হবে।

সিঙ্গাপুর থেকে ইতালি যেতে যা লাগে:

👉 ভিসা আবেদন ফম
👉 পাসপোর্ট: ন্যূনতম ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট।
👉 ব্যাংক স্টেটমেন্ট: সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
👉 আকামা: ন্যূনতম ৬ মাসের মেয়াদ থাকতে হবে।
👉 ভিজিটরদের ক্ষেত্রে ভিসার মেয়াদ থাকতে হবে।
👉 বিবাহ সনদ: বিবাহিত দম্পতির ক্ষেত্রে
👉 এনওসি বা ট্রেড লাইসেন্স: চাকরিজীবী বা ব্যবসায়ীদের জন্য।
👉 পেশাগত নথিপত্র: (যদি থাকে)
👉 ছবি: শেনজেন ভিসা সাইজ
👉 পূর্ববর্তী ভিসার কপি: (যদি থাকে)
বাকীগুলো আমরা সহযোগীতা করব।

এছাড়াও আপনার পেশা অনুযায়ী কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে আপনার বিবরন আমাদের ইমেইল অথবা মোবাইলে দিতে পারেন।আমরা যথা সময়ে আপনার উত্তর দিব।

আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও আবেদন করা এখন খুবই সহজ! আমরা অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন যত্ন সহকারে প্রক্রিয়া করি। আমাদের টিমে রয়েছেন বাস্তবে বিভিন্ন দেশ ভ্রমণকারী, যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও রয়েছে ইনভাইটেশন অথবা স্পনসর করার মত লোক।

🌍 UK, AUSTRALIA, NEW ZEALAND, USA, CANAD, SCHENGEN and EUROPE Visit Visa Processing.
🌍 UAE, QATAR, SAUDI ARABIA, EGYPT, MOROCCO, IRAN, PAKISTAN, Uzbekistan, Singapore, Malaysia,     Kazakhstan Visit Visa Processing
যোগাযোগ: Call/WhatsApp/Imo +88-01903-845418 Email:bdtour7@gmail.com                                                       
Visit Our Social Site:  Group: https://www.facebook.com/groups/globaltourb