ইউরোপের যে দেশে বেড়াতে গেলেই নগদ ইউরো উপহার

গ্লোবাল ট্যুর: যদি কোথাও ঘুরতে গিয়ে উপহার পাওয়া যায় তবে তো মন্দ কি। সেই উপহার যদি হয় নগদ ইউরো! তবে তো সোনায় সোহাগা।করোনা পরিস্থিতিতে অনেকেরই পকেট ফাঁকা। ভ্রমণপিপাসুদের ইচ্ছে থাকা শর্তের ঘুরে বেড়াতে পারছেন না। একে তো পকেট ফাঁকা, এর মধ্যে করোনার বিধিনিষেধ দুইয়ের জ্বালায়...