Terms and Conditions
১. আমাদের রয়েছে, শিক্ষা, ব্যবসা, সংবাদপত্র, ভিডিও, জিম, ক্লিনিক, ড্রাইভিং স্কুলসহ বিভিন্ন ধরনের থিম।
২. অবশ্যই পেমেন্ট অগ্রিম পে করতে হবে।
৩. থিম পাঠানোর পরে থিম পরিবর্তন করা যাবে না। অথবা থিম পাঠানোর পর টাকা রিটার্ণ দেওয়াও হবে না।
৪.থিম অর্ডার করার পর থিম পাঠানোর আগে চাইলে আপনি অর্ডার ক্যান্সেল করতে পারবেন, তবে টাকাটা আগামী ১ সপ্তাহ পরে রিটার্ণ পাবেন, তবে সেক্ষেত্রে গেটওয়ে ফি ও পাঠানো ফি কেটে রাখা হবে।
৫.আপনার থিমটি সেটআপ করাতে হলে অবশ্যই আমাদের ১০০০ টাকা পে করতে হবে। আমরা আপনার সাইটটি সম্পূর্ণ সেটআপ করে দিবো।
৬.থিম নেওয়ার পর ১২মাস ফ্রি সাপোর্ট পাবেন, সাপোর্টের জন্য অবশ্যই আমাদেরকে ই-মেইল অথবা টিকেট পাঠাতে হবে। ১২ মাস পরে প্রতি ৬ মাসের জন্য ১০০০ টাকা পে করতে হবে।
৭.আমাদের থেকে ডোমেইন হোস্টিংসহ সম্পূর্ণ সাইট নিলে ৭০% টাকা অগ্রিম প্রদান করতে হবে। বাকি ৩০% টাকা কাজ কমপ্লিট করার পর দিয়ে দিতে হবে। তবে ১০০% টাকা পে করার আগে কোন ধরণের পাসওয়ার্ড দেয়া হবে না।
৮.পে করার পর ১ঘন্টার মধ্যে আমরা আপনাদের মেইলে থিম ডাউনলোড করার লিংক এবং একটিভেশন কোড পাঠিয়ে দিবো। অবশ্যই ২৪-৪৮ ঘন্টার মধ্যে থিম ডাউনলোড করে নিবেন। পরবর্তীতে লিংক আর কাজ করবে না। আর থিমটি অবশ্যই ব্যাকআপ রাখবেন। পরবর্তীতে থিম হারিয়ে গেলে থিমের প্রাইস পে করে থিমটি পুনরায় নিতে হবে।
৯.থিম নেওয়ার আগে অবশ্যই ডেমো ভালো করে দেখে নিবেন, ডোমোতে যে রকম আছে সেভাবেই থিম পাবেন, তবে থিম কাস্টমাইজ করাতে হলে সর্বনিম্ন ২০০০ টাকা পে করতে হবে। কাস্টমাইজেশন বেশী হলে আলোচনা সাপেক্ষে মূল্য নির্ধারণ হবে।
১০.আমাদের থেকে থিম কিনে কায়েন্টের সাইট তৈরী করা যাবে কিন্তু থিম রিসেল করা যাবে না। কোনো কোম্পানী আমাদের থিম রিসেল করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবো।
১১.আমাদের থিম ব্যবহার করে কেহ কোন রকম ক্রাইম বা আইন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড করলে এর দায়বার আমরা নিবো না। কারণ আমাদের থিম যে কেহ অনলাইনে কিনে ব্যবহার করতে পারে।
Recent Comments