গ্লোবাল ট্যুর: লুক্সেমবার্গ ইউরোপের অন্যতম একটি দেশ। প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীরা দেশটিতে উচ্চশিক্ষার জন্য যান। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ। এরই মধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আবেদন করতে আইইএলটিএসের প্রয়োজন নেই। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা: বৃত্তিটির জন্য আংশিকভাবে অর্থায়ন করা হবে। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের উপবৃত্তি হিসেবে ২ বছরে মোট ১০ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় ১২ লাখ ৭৮ হাজার ৮০০ টাকা) দেয়া হবে। বৃত্তিটি লুক্সেমবার্গ সরকারের পক্ষ থেকে অর্থায়ন হবে। স্নাতক শিক্ষার্থীদেরও এই বৃত্তির আওতায় আর্থিক সুবিধার ব্যবস্থা রয়েছে। থাকছে আবাসনের ব্যবস্থাও।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ: স্নাতকের মধ্যে রয়েছে বিজ্ঞান, প্রযুক্তি ও মেডিসিন অনুষদ; আইন ও অর্থনীতি অনুষদ; মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ। অনুরূপভাবে বিজ্ঞান, প্রযুক্তি ও মেডিসিন অনুষদে স্নাতকোত্তর; আইন ও অর্থনীতি অনুষদ; মানবিক, শিক্ষা এবং সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যয়নের সুযোগ রয়েছে।

আবেদনের প্রয়োজনীয় তথ্যসমূহ: ডিগ্রির সার্টিফিকেট ও প্রতিলিপি, পার্সোনাল স্টেটমেন্ট, দুটি রিকোমেন্টেশন লেটার, মোটিভেশন লেটার, কারিকুলাম ভিটা (সিভি), প্রশংসাপত্রের অনুলিপি, পূর্ববর্তী বছরের আয়করের অনুলিপি, পারিবারিক অবস্থা। ইত্যাদি।

আবেদনের যোগ্যতা: ইইউ এবং নন-ইইউ উভয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তরের জন্য প্রার্থীদের স্নাতকে অধ্যয়নের চমৎকার একাডেমিক পারফরম্যান্স থাকতে হবে।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

🌍আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য স্টুডেন্ট ও ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও আবেদন করা এখন খুবই সহজ! আমরা অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন যত্ন সহকারে প্রক্রিয়া করি। আমাদের টিমে রয়েছেন বাস্তবে বিভিন্ন দেশ ভ্রমণকারী, যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও রয়েছে ইনভাইটেশন অথবা স্পনসর করার মত লোক।
🌍 UK, AUSTRALIA, NEW ZEALAND, USA, CANAD, SCHENGEN and EUROPE Student And Visit Visa Processing.
🌍 UAE, QATAR, SAUDI ARABIA, EGYPT, MOROCCO, IRAN, PAKISTAN, Uzbekistan, Singapore, Malaysia, Kazakhstan Visit Visa Processing
যোগাযোগ: Call/WhatsApp/Imo +88-01903-845418
Email:bdtour7@gmail.com
Visit Our Social Site: