গ্লোবাল ট্যুর: বিদেশি শিক্ষার্থীদের আমেরিকায় আন্ডারেগ্রেড থেকে পোস্ট-ডক্টরাল পর্যন্ত পড়াশোনার জন্য ফেলোশিপ ও নানা ধরনের বৃত্তি দিয়ে থাকে আমেরিকা। প্রতিবছর বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে দেশটিতে যায় শিক্ষা গ্রহণের জন্য। বাংলাদেশের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য দেশটির কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) অনেক প্রোগ্রামের মধ্যে একটি। আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এ প্রোগ্রামে আবেদন চলছে। আগ্রহী বাংলাদেশি হাইস্কুলের শিক্ষার্থীরাও আগামী ২৭ অক্টোবরের মধ্যে এ প্রোগ্রামের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। ইয়েস প্রোগ্রামে আবেদনে কোনো অর্থ দরকার হয় না।

ঢাকায় মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তি অনুসারে, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নে বাংলাদেশের ৮-১১তম গ্রেডে ভালো ফলাফল করা হাইস্কুল শিক্ষার্থীরা ইয়েস প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে এক বছর অবস্থানের জন্য ইয়েস বৃত্তি পাবে।

সুযোগ-সুবিধা
*বিমানে যাওয়া-আসার খরচ মওকুফ;
*মার্কিন ভিসা ফি মওকুফ;
*যুক্তরাষ্ট্রে থাকা-খাওয়া বিনা মূল্যে;
*শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ও মাসিক হাতখরচ ১২৫ ডলার;
*প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশনের খরচ ফ্রি;
*আমেরিকান হোস্ট ফ্যামিলির সঙ্গে থাকার খরচ ফ্রি;
*মাসিক উপবৃত্তি;
*স্বাস্থ্যবিমা সুবিধা;
*সারা বিশ্বের ইয়েস অ্যালামনাইদের সঙ্গে পারস্পরিক যোগাযোগের সুযোগ;

আবেদনের যোগ্যতা
*১৫ আগস্ট ২০২৫ প্রার্থীর বয়স ১৫—১৭ বছরের মধ্যে হতে হবে;
*বাংলাদেশি উচ্চ বিদ্যালয়ে অষ্টম থেকে একাদশ শ্রেণিতে ভর্তি থাকা প্রার্থী হতে হেবে;
*ইতোমধ্যে বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আবেদনের যোগ্য হবে না;
*আবেদনকালে ২০২২, ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষের নম্বরপত্র জমা দিতে হবে;
*বার্ষিক ফলাফলে গড়ে ন্যূনতম ‘বি’ গ্রেড (৫০ শতাংশ নম্বর) থাকতে হবে;
*শুধু বাংলাদেশের নাগরিকত্ব থাকতে হবে;
*ইউএস জে-ওয়ান ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে;
*ইংরেজি লেখা ও বলার দক্ষ হতে হবে;
*মা-বাবা কেউই মার্কিন মিশনে (যুক্তরাষ্ট্রের দূতাবাস, ইউএসএআইডি) কাজ করেন না এমন হতে হবে;
দরকারি কাগজপত্র
*আবেদন ফরম;
*পাসপোর্ট;
*২০২২, ২০২৩ ও ২০২৪ সালের একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ অক্টোবর ২০২৪;

আবেদনপদ্ধতিসহ ইয়েস প্রোগ্রাম সম্পর্কিত অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

🌍আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য স্টুডেন্ট ও ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও আবেদন করা এখন খুবই সহজ! আমরা অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন যত্ন সহকারে প্রক্রিয়া করি। আমাদের টিমে রয়েছেন বাস্তবে বিভিন্ন দেশ ভ্রমণকারী, যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও রয়েছে ইনভাইটেশন অথবা স্পনসর করার মত লোক।
🌍 UK, AUSTRALIA, NEW ZEALAND, USA, CANAD, SCHENGEN and EUROPE Student And Visit Visa Processing.
🌍 UAE, QATAR, SAUDI ARABIA, EGYPT, MOROCCO, IRAN, PAKISTAN, Uzbekistan, Singapore, Malaysia, Kazakhstan Visit Visa Processing
যোগাযোগ: Call/WhatsApp/Imo +88-01903-845418
Email:bdtour7@gmail.com
Visit Our Social Site: