👉 ভিসা আবেদন ফম
👉 পাসপোর্ট: ন্যূনতম ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট।
👉 ব্যাংক স্টেটমেন্ট: সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
👉 আকামা: ন্যূনতম ৬ মাসের মেয়াদ থাকতে হবে।
👉 ভিজিটরদের ক্ষেত্রে ভিসার মেয়াদ থাকতে হবে।
👉 বিবাহ সনদ: বিবাহিত দম্পতির ক্ষেত্রে
👉 এনওসি বা ট্রেড লাইসেন্স: চাকরিজীবী বা ব্যবসায়ীদের জন্য।
👉 পেশাগত নথিপত্র: (যদি থাকে)
👉 ছবি: শেনজেন ভিসা সাইজ
👉 পূর্ববর্তী ভিসার কপি: (যদি থাকে)
বাকীগুলো আমরা সহযোগীতা করব।
এছাড়াও আপনার পেশা অনুযায়ী কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও আবেদন করা এখন খুবই সহজ! আমরা অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন যত্ন সহকারে প্রক্রিয়া করি। আমাদের টিমে রয়েছেন বাস্তবে বিভিন্ন দেশ ভ্রমণকারী, যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও রয়েছে ইনভাইটেশন অথবা স্পনসর করার মত লোক।

Recent Comments