গ্লোবাল ট্যুর: আমি তুর্কী ই-ভিসার জন্য আবেদন করেছিলাম,মাত্র ৭ মিনিটের মধ্যেই ভিসা পেয়ে গেলাম! যাদের বৈধ যুক্তরাজ্য (টক) ভিসা আছে, তারা খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করে তুরস্কের ই-ভিসা পেতে পারেন।

তুর্কী ই-ভিসা পাওয়ার সহজ নিয়ম:
➤ প্রথমে তুরস্ক ই-ভিসা ওয়েবসাইটে প্রবেশ করুন।
➤ “অঢ়ঢ়ষু” বাটনে ক্লিক করে দেশ ও পাসপোর্ট টাইপ সিলেক্ট করুন।
➤ আপনার ব্যক্তিগত তথ্য ও পাসপোর্টের তথ্য পূরণ করুন।
➤ যুক্তরাজ্য ভিসার নম্বর ও অন্যান্য তথ্য সঠিকভাবে দিন।
➤ পরিকল্পিত ভ্রমণের তারিখ নির্বাচন করুন।
➤ আপনার দেওয়া তথ্য ভালোভাবে চেক করুন এবং কনফার্ম করুন।
➤ পেমেন্ট পেজে গিয়ে ৬৭ ডলার ফি প্রদান করুন (ক্রেডিট/ডেবিট কার্ডে)।
➤ পেমেন্ট সফল হলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ই-ভিসা ইমেইলে চলে আসবে!আমি নিজেই এই প্রসেস ফলো করেছি এবং মাত্র ৭ মিনিটে আমার ই-ভিসা হাতে পেয়েছি! তাই যারা তুরস্ক ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা সহজেই এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।