গ্লোবাল ট্যুর: শেনজেন ভিসা পেতে হলে কী কী ডকুমেন্ট লাগতে পারেঃ ১। ভিসা আবেদন ফর্ম, ফর্মে অবশ্যই আবেদনকারীর স্বাক্ষর থাকতে হবে। ২। সম্প্রতি তোলা দুটি ছবি। ছবিগুলো কোনভাবেই তিন মাসের বেশি পুরানো হওয়া যাবে না। ৩। একটি বৈধ পাসপোর্ট। খেয়াল রাখতে হবে,  ডিপার্চারের পরে অন্তত আরো তিন মাস পর্যন্ত এটির মেয়াদ থাকতে হবে। আপনার যদি  পুরানো পাসপোর্ট থেকে থাকে তবে সেটিও জমা দিতে হবে।
৪। রাউন্ড ট্রিপ রিজার্ভেশন বা আপনার সম্পূর্ণ ট্রাভেল প্ল্যান (itinarary)। এখানে স্পষ্টভাবে অবশ্যই ভ্রমণের তারিখ এবং ফ্লাইট নাম্বার লেখা থাকতে হবে। ৫। ট্রাভেল ইন্স্যুরেন্স পলিসি, যেখানে অন্তত ৩০,০০০ ইউরোর কভারেজ থাকবে।৬।প্রুফ অব একমোডেশন, অর্থাৎ শেনজেন দেশগুলোতে ভ্রমণকালীন সময়ে আপনি কোথায় থাকবেন সেটির একটি ডকুমেন্ট।৭।আর্থিক সবচ্ছলতার প্রমাণ, যেমন- ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট কিংবা স্পন্সরশীপ লেটার। ৮।ভিসা ফি প্রদানের প্রমাণপত্র

এছাড়াও আপনার পেশা অনুযায়ী কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

🌍আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও আবেদন করা এখন খুবই সহজ! আমরা অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন যত্ন সহকারে প্রক্রিয়া করি। আমাদের টিমে রয়েছেন বাস্তবে বিভিন্ন দেশ ভ্রমণকারী, যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও রয়েছে ইনভাইটেশন অথবা স্পনসর করার মত লোক।

🌍 UK, Australia, New Zealand, USA, Canada, and Schengen Visit Visa Processing
🌍 UAE, QATAR, SAUDI ARABIA, EGYPT, MOROCCO, IRAN, PAKISTAN, Uzbekistan, Singapore, Malaysia, Visit Visa Processing
,যোগাযোগ: Call/WhatsApp/Imo +88-01903-845418 Email:bdtour7@gmail.com